ভিপিএস হল একটা ডিভাইস যার ফুল মিনিং হল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার যেখানে আপনি রোবট ব্যবহার করে ২৪ ঘন্টা ট্রেড করতে পারেন। আমার জানামতে রোবট ট্রেডের ক্ষেত্রে ভিপিএস এর প্রয়োজন হয়।তবে রোবট বা ভিপিএস ব্যবহার না করাই ভাল । কথায় আছে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভাল। নিজের টাকা অন্যর কথায় কেন টে্রড ওপেন করবেন।