স্প্রেড: প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে ট্রেডিটি লসে ওপেন হবে। ব্রোকার স্প্রেডের কারনে ট্রেডিটি লসে ওপেন হয়। সহজভাবে বলতে গেলে বিড প্রাইস এবং আস্ক প্রাইসের পার্থক্যকেই স্প্রেড বলে।
স্টপলস : একটি ট্রেড সর্বোচ্চ যত লসে ক্লোজ করতে চাই তা আগাম সেটাপ করে রাখাকে স্টপলস বলে
টেকপ্রফিট : একটি ট্রেড সর্বোচ্চ যত লাভে ক্লোজ করতে চাই তা আগাম ঠিক করে রাখাকে টেকপ্রফিট বলে।