প্রথমেই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না ।। আপনি যে উধাহরন তা দিয়েছেন সেটা আশলেই অনেক গুরুত্তপূর্ন। আমরা ফরেক্স এ লস করি এটা সাভাবিক ।। আর সাধারনত ফরেক্স এ শতকরা ৯৫% বিগিনাররা লস করে।। তাই ধরেই নিতে হবে য্যে আপনি লস করবেন ।। তাই লস করলে কস্ট না পেয়ে মন ক্ষারাপ না করে নতুন উদ্দমে শুরু করুন ।। একশময় ঠিক শফল হবেন।।