ফরেক্স হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)।
যা একটা দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার হয়ে থাকে।
ফরক্স এ কেন মুভমেন্ট হয়?
সেটা বোজতে হলে আপনাকে ফরেক্স এর গুরত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে।
ফরেক্স এর সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হল ট্রেন্ড ।
ট্রেন্ড অর্থাৎ প্রবাহ এটা যদি আপনি সঠিক ভাবে নির্ণয় করেতে পারেন তাহলে আপনি সেরা ট্রেডার হয়ে যাবেন।
আমার জানা মতে ২ টা কারনে ট্রেন্ড পরিবর্তন হয়।
((১।)) আপনি যদি ফরেক্স কে একটা দোলনা মনে করেন তাহলে এটা আপনি যত বল দিয়ে ঠেলা দেন এটা তত বলে আবার পিরে আসবে।
এ কারনে দেখেন আপনার মেটাতে ইনডিকেটর এর ২ টা অপশন সবচেয়ে গুরুত্ব পূর্ণ ১। trend জার অর্থ প্রবাহ। ২ oscillators জার অর্থ হল দোলক।
এখন আপনি যদি এই প্রবাহ পরিবর্তন এর কারন খোঁজেন তাহলে বলবো আপনি কখনো এমন দেখছেন যে কোন টাইমফ্রেম এ যে এক টানা শুধু দাম কমতেই ছিল।
কিংবা বারতেই ছিল। সেটা যদি usd pkr ও হয় এমন কখনই হবে নাহ। কারন সবাই অল্প সময়ে বেশি লাভ করতে চায়। আর অনেক অভিজ্ঞ ট্রেডাররা এটা দেখে ট্রেড করে।
যেমন পরিমান 1000 eur/1000 usd বাই সেল সমান তখন মূল্য ১ কিন যখন মূল্য ১৯ তার মানে হল ১০০eur/১৯০০usd। এখন যদি আপনি সেল করেন তাহলে ৯৯eur/১৯০১usd=১৯.২০২০২০২০
যখন বাই করেন ১০১eur/1899usd = ১৮.৮০১৯৮০১৯ । এখন দেখেন যে আপনার সেল দিলে কত লাভ হচ্ছে ০.১৯৮০১৯৮০ আর বাই দিলে আপনার লাভ ০.২০২০২০২০ তার মানে আপনি কম দামে
বিক্রি করার চেয়ে কিনলে আপনার ০.০০৪০০০৪ বেশি লাভ হয় । আর যেহেতু যারা লাভ করছে তারা অনেকেই তাদের নিদিষ্ট লাভে ট্রেড ক্লোজ করে দিবে।সতারং ওই ট্রেডাররা ক্লোজ করলেও আপনার কিছু লাভ হবে।
আর বড় বড় ট্রেডাররা ট্রেড লাস্ট পজ্জন্ত রাখে। এখন ফরক্স যেহেতু আপনি ফরেক্স একা করেন নাহ তাই এই হিসাব টা অনেক জটিল। আপনি এটা তো প্রথমেই জেনেছেন যে মূল ভিত্তি হল ৩ টা ১ টেকনিক্যাল ২ ফান্ডামেন্টাল ৩ সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টালটাকে হিসাব নিকাষ করাই টেকনিক্যাল এর কাজ। মূলত টেকনিক্যাল আর সেন্টিমেন্টাল এর অনেক টা মিল রয়েছে।
((২)) ফান্ডামেন্টাল বলতে ওই দেশের অর্থনৈতিক অবস্থা উপর ভিত্তি করে হয়। ভাই আমি সহজে বলি বুজে নিবেন। ফান্ডামেন্টাল ১, একটা দেশের মুদ্রার পরিমান জতই হোক না কেন অবশ্যই একটা সিমা আছে। যেমন ধরি লক্ষ কুটি বিলিয়ন ডলার তার পরেও একটা নিদিষ্ট পরিমান। দেখা যায় নিউজ ভাল হলে দাম বারে নিউজ খারপ হলে দাম কমে এর কারন সহজ ভাষায় বলেতে গেলে একটা দেশের মুদ্রার পরিমান কিভাবে বারে?
একটা দেশের সরকার চাইলেই তাদের মুদ্রা তৈরি করতে পারে নাহ এমন হলে world এর সেরা দেশ হল বাংলাদেশ কারন সরকার খালি টাকা তৈরি করত। আসলে মূলত জনগনের মান উন্নয়ন ও বিভিন্ন অর্থনৈতিক পর্যালোচনা করে মুদ্রা তৈরি করা হয়। যেমন কোর PCE মূল্য, Personal Spending ব্যক্তিগত খরচ, Personal Income, বেকারত্ব পরিবর্তন,
চূড়ান্ত উৎপাদন PMI, প্রতি মাসে ব্যক্তিদের নিট ঋণের পরিমান,প্রতি মাসের Factory Orders কারখানার আদেশ, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি আর অনেক বিষয় এর উপর ভিত্তি করে। এখন নিউজ ভাল হলে অটো সেই দেশের মুদ্রার পরিমান বেরে যায় তথা দাম ও বেরে যায়।
ফান্ডামেন্টাল ২, যারা ফরেক্স করেন তারা অনেকেই cnnmoney, investing, bloomberg আর অনেক সাইট দেখে থাকেন কারন world এ কখন কি অর্থনৈতিক কাজ হয় তা জানার জন্য। যেমন কোন কম্পানি কখন কি কিনে ইত্যাদি জানার জন্য। কিন্তু একটা বিষয় আপনি জানেন যেটা সবাই জানে যে USA এর সবচেয়ে বড় ব্যাংক এ প্রতি দিনের exchang ২২ বিলিয়ন ডলার, কিন্তু ফরেক্স এ প্রতি দিনের exchang ৫ ট্রিলিয়ন ডলার। সুতারং ওই সব সাইট থেকে এসব না জানলেও চলে। জানতে পারলে ভাল। এখন মূল কথা হল ফরেক্স এ যা হয় সেটা হল (বিনিময়, আদান-প্রদান, পরিবৃত্তি, পণ্যবিনিময়, অদলবদল, পরিবর্তন)। নিউটনের গতির ৩ টা সুত্র মনে আছে। পত্তেক ক্রিয়ার একটি সমান বিপরীত মুখী পতিক্রিয়া আছে। স্থির বস্তু চিরদিন স্থির ও গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে যদি বাহ্যিক কোন বল দারা পরিবর্তন না হয়। এখানে বাহ্যিক বল কিন্তু আমারা ট্রেডারা। এর ধাঁরা একটা দেশের মুদ্রার পরিমাণ কমে নাহ যদি কমে সেটা হল সেই দেশের অর্থনৈতিক কর্ম কান্ডের কারনে তবে তাদের যা আছে তা থেকে কমে নাহ অন্য দেশের তুলনায় কমে ইত্যাদি।
(এখন আমারা যারা ট্রেড করি তাদের করনীয় )
আপনি যে কোন একটা সিস্টাম তথা ইনডিকেটর যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে আপনি জানবেন যে এখন বাই কিংবা সেল করলে কি পরিমাণ লাভ হবে তা সঠিক ভাবে জানতে পারবেন। আর আপনাকে এটাতেই সবচেয়ে বেশি সময় দিতে হবে এটা অনেক পরিশ্রম এর হিসাবে পাবেন আপনি চেষ্টা করেন অবশ্যই পারবেন। কারন মানুষ সেই কাজেই সাফল্য পায় যেই কাজে বেশি সময় দেয়, আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আপনি নিদিষ্ট কোন সিস্টাম এ এই মার্কেট এর মুভমেন্ট বুজবেন। এবং যেটা আপনাকে সবচেয়ে ভাল ফল দেয় সেটাই রিয়াল এ করবেন বাকি যেই সময় কনপিউজ সেই সময় চার্ট দেখবেন অথবা আপনি ডেমো তে ট্রেড করবেন। এই ভাবে আপনি আপনার ট্রেডিং এর স্থর গুলা পার করেন ৫/৭ বছর পরে দেখবেন আপনি দরা ছোঁয়ার বাহিরে।
আমি ফরেক্স এ নতুন আমার এই সকল ধারণা গুলার মধ্যে অনেক ভুল আছে তাই অভিজ্ঞ সবার কাছে
আকুল অনুরধ রইলো আমাকে সাহায্য করার। নাহলে আমার এই বুল দারনা গুলা আজীবন থেকে যাবে। ধন্যবাদ।