একজন ফরেক্স ট্রেডার হিসেবে অনেক ধরনের জ্ঞান এবং অভিজ্ঞতা রাখা দরকার। কারন সবদিক জ্ঞান না রাখলে কোন একটি এনালাইসিস এ আমাদের একটু খানি ভুলের জন্য বড় ধরনের লস হতে পারে। ফরেক্স মার্কেট অত্যন্ত জটিল একটি মার্কেট। এখানে আপনা বিভিন্ন দেশের কারেনসি সম্পর্কে আপনার ধারনা রাখতে হবে।