ধন্যবাদ,নতুন একটা বিষয় আমরা জানতে পারলাম৷বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷তাই w1 চার্টে আমরা এনালাইসিস করবো ও d1 চার্টে আমরা এন্ট্রী করবো৷d1 টাইম ফ্রেমে ট্রেড করা সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপর নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷আবার দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুজতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷