ক্যান্ডলস্টিক চার্ট এনালাইসিস করা ফরেক্স এ প্রথম কর্তব্য। ক্যান্ডলস্টিক এনালাইসিস না করতে পারলে ফরেক্স মার্কেট এ টিকে থাকা যাবে না। ফরেক্স এ বিভিন্ন টাইম্ফ্রেম দেয়া আছে। এই টাইম্ফ্রেম গুলো এনালাইসিস করে ক্যান্ডলস্টিক এর সমন্বয়ে ট্রেড ওপেন করতে হবে।