টেকনিক্যাল এ্যানালিসস এর মুল সুত্র হল মার্কেট সঠিক মার্কেট ট্রেন্ড খুজে বের করা। ট্রেন্ড বুঝার জন্য অনেক ধরনের ইনডিকেটর রয়েছে। প্রায় ৮০% ইনডিকেটর মার্কেট ট্রেন্ড জানার জন্য বানানো হয়। কারন ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট ট্রেন্ড কি তা জানার প্রয়োজন। তার মানে এই নয় যে সবগুলো ইনডিকেটর এক সাথে ব্যবহার করা লাগবে। দুইতিনটি ইনডিকেটর ব্যবহার করলেই মার্কেট ট্রেড সম্পর্কে ধারনা পাওয়া যায়। মার্কেট ট্রেন্ডবুঝার জন্য যে ইনডিকেটরটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল জিগজ্যাগ ইনডিকেটর। এর সাথে আমি ব্যবহার করি RSI ইনডিকেটর এবং Parabolic SAR। এই তিনটি ইনডিকেটর এক সাথে ব্যবহার করলে মার্কেট ট্রেন্ড কি ঊর্ধ্বমুখী না নিম্মমুখী তার ধারনা পাওয়া যায়। আপনারা যারা ট্রেন্ড নিয়ে জানতে চান তারাও আমার মত এই ইনডিকেটর গুলো ব্যবহার করতে পারেন।