QuoteOriginally Posted by Hasinapx View Post
কথাটা বাস্তব যে শুধু ধৈর্য্য ধারণ করলেই হবে না। দেখা যাচ্ছে কেউ এ্যান্ট্রি দিয়ে ধৈর্য্যধারণ করে বসে আছে বেশী প্রফিটের আশায়,যেখানে মার্কেট এ্যানালাইসিস নাই,নাই মানি ম্যানেজমেন্টের যথাযথ অনুসরণ,টেক প্রফিট -স্টপ লসের ব্যবহার নাই। শুধুমাত্র লাভের চিন্তায় ধৈর্য্যধারণ । এটাতে ফল ভাল হবে না। বরং নিজের আবেগ নিয়ন্ত্রণ রেখে সম্পূর্ণ লোভমুক্ত থেকে ফরেক্সে দীর্ঘ্যসময় টিকে থাকার জন্য ধৈর্য্য ধারণ করলে তবেই ভাল ফল আসতে পারে। ধৈর্য্য ধারণ করে অনবরত চেষ্টা চালিয়ে যাওয়া।
একদম সঠিক কথা বলেছেন ভাই আজ মার্কেটে কাজ করতে হলে নিজেকে সম্পূর্ণরূপে লোভ থেকে বিরত রাখতে হবে । আর ধৈর্য হলো ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় মূলমন্ত্র । একজন মানুষ যখন ধৈর্য ধারণ করে ফরেক্স মার্কেটে কাজ করে এবং লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারে তখন সে ফরেক্স মার্কেটে সফলতা লাভ করতে পারে । লোভের বশবর্তী হলে ফরেক্স মার্কেটে উন্নতির পরিবর্তে আরো অবনতি ঘটে থাকে । তাই আমরা যারা ফরেক্স মার্কেটে নিয়মিত কাজ করি তাদের সকলের উচিত নিজেকে লোভ থেকে বিরত রাখা এবং প্রচুর ধৈর্য্য ও সময় দিয়ে ফরেক্স মার্কেটে কাজ করা *।