ব্যক্তিগতভাবে আমি বলবো ট্রেড ম্যানেজমেন্ট বলতে সহজ কথায় বোঝায় আপনি আপনার প্রতিটা ট্রেড যখন ম্যানেজ করবেন সেটাকেই বোঝায়।আবার স্টপ লস এবং টেক প্রফিট সেট করাও ট্রেড ম্যানেজমেন্টের আওতায়। টেক প্রফিট এমন ভাবে সেট করতে হবে যেন মার্কেট তার চেয়ে বেশি উপরে না ওঠার চান্স থাকে।