বড় রিস্ক নিয়ে ট্রেড করলে যেমন লাভ রয়েছে ঠিক তেমনি লসও রয়েছে । দক্ষ ট্রেডার ছাড়া এ রিক্স নিয়ে সফলতা অর্জন করতে পারে না । সুতরাং ছোট ট্রেডারদের আমি বলব আপনারা অতিরিক্ত রিক্স কখনোই নিবেন না কারণ তাতে বিভিন্ন সমস্যায় পড়তে হয় । এমনকি শেষ পর্যন্ত এাকাউন্ট যাওয়ার উপদ্রব দেখা দেয় ।