যেকোনো কাজ করার জন্য আপনাকে তার বিপরীতে রিক্সকে বহন করতে হতে পারে । কারন যেকোনো ব্যবসায়ে রিক্স থাকেই তাই বলে ব্যবসা করা কি কেউ বন্ধ রাখে তবে আপনি যদি বড় রিক্স নিয়ে ট্রেড করেন তবে আপনার লাভ হতে পারে আবার লস ও হতে পারে।