যেকোনো ব্যবসাতেই রিস্কের ব্যপার টা আছেই। রিস্ক হলো ব্যবসায়ের ক্ষেত্রে দূরদর্শী সিদ্ধান্ত। রিস্ক কাজ করলে তার ফলও ভালো হয়। কিন্তু কাজ না করলে তো বিপরীত ফল আছেই। ফরেক্সেও রিস্কের ব্যপার টা আছে। এখানে প্রতিনিয়তই রিস্ক নিতে হয়। কিন্তু ফরেক্সে রিস্ক অবশ্যই মেপেজুকে নিতে হবে। উলটাপালটা রিস্ক নিলে ধরা তো খেতেই হবে।