ফবেক্স করতে হলে সময় দিয়ে শিখতে হবে এবং এনালাইসিস করা শিখতে হবে । তাই সিগন্যিার ফলো না করে নিজেকে যাচাই করা শিখতে হবে । আপনি নিজে মার্কেট যাচাই করতে শিখলে অনেক কিছু আপনার দক্ষতাকে বাড়িয়ে ব্যাপক লাভ করতে সহয়তা করবে । আপনি যে জ্ঞান ও আয় কে লক্ষ্য করে ফরেক্স করছেন তাতে সফলতা অর্জন হবে । তাই ফরেক্স করতে সিগন্যাল মানা তেমন জরুরী নয় ।