যে বেশি ভলিয়ম থাকলে লাভ বেশি হয় । কিন্তু একটা জিনিস খেয়াল করুন , আপনি এমন ভাবে ভলিয়ম ঠিক করলেন যে প্রতি পিপ্স এর মুল্য ১ ডলার। এবং আপনার একই ট্রেড দুইটা ওপেন করা। কোন কারণে আপনার এনালাইসিস ভুল হল । মার্কেট যদি আপনার বিপক্ষে শুধু মাত্র ২৫ পিপ্স যায় তাহলে আপনার একাউন্ট ক্লোজ হয়ে যাবে। তাই সতর্ক থাকতে হবে।