QuoteOriginally Posted by tariqulboy View Post
আমি নিয়মিত ট্রেড করি। আমি প্রথম প্রথম ট্রেডএর অনাকাঙ্খিত ফলাফল থেকে বাচার জন্য এক্সপার্ট এ্যাডভাইসর্স এর সাহায্য নিতাম। কিন্তু আমি দেখলাম কোন কোন সময় ট্রেড কোন গতিশীল অবস্থায় বিপরীত মূখী ধাকা খেলে আমার ট্রেড ক্লোজডৃ হয়ে যেত। এতে আমি বেশি বেনিফিট থেকে বঙ্চিত হতাম। পরবর্তীতে আমি এর সাহায্য বাদ দিয়ে নিজে নিজে নজরদারি করে ট্রেড করি। এতে আমি অনেক বেনিফিট পেতে শুরু করি।
আপনি অনেক সুন্দর একটি বিষয় এখানে তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ।। এক্সপার্ট রা ভালো ট্রেড করেন এগুলা আমরা সবাই জানি তারা ভালো পারেন বলেই তারা এক্সপার্ট তবে আমরা যে সব সময় তাদের কথাতেই ট্রেড করবো তা কিন্ত না ।। আমাদের নিযেকেও কিছু জানতে হবে শিখতে হবে ।। কারন তারা তো আমাদের সব সময় এ সময় দিতে পারবেন না ।। আর তাছারা নিযে ট্রেড করে প্রফিট করলে নিযের কাছেই ভালো লাগে ।। এতে নিযের স্কিল অ বেড়ে যাই ।। এবং এই ভাবে ট্রেড করতে থাকলে আপ্নিও একদিন একপারট ট্রেডার হয়ে যাবেন ।।