ভাই নিজের চেয়ে ভালো এক্সপার্ট এডভাইজর আমাদের কাছে আর কেউ নেই। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আর মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করতে হবে। নিজের স্ট্যাটিজিকে কাজে লাগিয়ে নিজেই ব্যবসা করতে হবে। অন্যদিকে একটি কথা আছে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। তাই কোন ই.এ না ব্যবহার করে নিজের সাথে নিজের মত করে ট্রেডিং প্লান করে ফরেক্স ব্যবসায় নামতে হবে। অন্যথায়, বিরাট লসের সম্মুখিন হতে হতে পারেন।