আমার মনে হয় , একপার্ট এডভাইজার বাদ দিয়ে আগে নিজে নিজে ট্রেড করুন । মার্কেট এর উপর নজর রাখুন । মার্কেট এ কখন কি হচ্ছে এবং কেন হচ্ছে তা বুঝার চেশটা করুন । তাহলে আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন এবং রেগুলার প্রফিট করতে পারবেন । আমি এসব ব্যাবহার করি না । নিজেই বুঝার চেস্টা করছি । আর মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপুর্ন একটি বিষয়, টিকে থাকতে হলে আপনাকে মান্তেই হবে।