আমি একজন পার্ট টাইম ট্রেডার ৤ কারণ আমি একজন ছাত্র ৤ তাই পড়ালেখার পাশাপাশি যেটুকু সময় পায় তাই এই মার্কেটের পিছনে ব্যায় করি ৤ আসলে বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক এই মার্কেটে যে কোন পেশার মানুষ আসতে পারার মূল কারন হল এই মার্কেটটা ২৪ ঘন্টাই খোলা থাকে ৤ তাই যারা সারাদিন অন্য কাজ করে তারা একটাসময় এখানে সময় দিতে পারে ৤ এদেরকে বলা হয়ে থাকে পার্টটাইম ট্রেডার ৤