আমি তো মনে করি কেউ আমরা পরাজয় সহজে মেনে নিতে পারি না। ফরেক্সে বার বার লস হচ্ছে দেখে বিদায় নিতে হবে , হেরে যেতে হবে আর ফরেক্সের কাছে পরাজয় স্বীকার করে নিতে হবে- এটা হতে পারে না। ভাল করে তলিয়ে দেখতে হবে কী কারণে বার বার লস হচ্ছে - ভূল সংশোধন করে লেগে থাকতে হবে, নিজেকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করতেই হবে। ফরেক্স ভালভাবে জেনে নিয়ম মেনে ট্রেড করলে পরাজিত হওয়ার কোন কারণ নেই। আর যারা ২/১বার লস করে সহজেই পরাজয় স্বীকার করে ফরেক্স থেকে বিদায় নেয় - তারা নিশ্চয়ই জীবন যুদ্ধে হেরে যাওয়ার দলে। একটু ধৈর্যের মাধ্যমে নিয়ম মেনে ধীর গতিতে এগিয়ে চললেই সফল হওয়া সম্ভব। আপনার কী বলেন ? ধন্যবাদ।