আমি ফরেক্স মার্কেটে ২০১৫ সাল মার্চ মাস প্রবেশ করি।পাঁচ বছর হয়ে গেছে ফরেক্স মার্কেটে আসা।আমার সাথে কয়েক জন বন্ধু ছিলো কেউ এক বছর কেউ বা কয়েক মাস ফরেক্স মার্কেটে ছিল।এরপর সবাই ফরেক্স মার্কেট কে বিদায় জানিয়েছে।একমাত্র আমার মনে বিশ্বাস ছিলো আমি ফরেক্স মার্কেটে কিছু করতে পারবো আর তাই এখনো ফরেক্স মার্কেটে আছি এবং ভবিষ্যতে থাকবো।আমার মধ্যে এই বিশ্বাস টুকু না থাকলে আমিও আমার বন্ধুদের মত ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতাম।