আমি আমার প্রথম ট্রেড এ অনেক ডলার লস করি কিন্তু আমি কখন এই মার্কেট থেকে দূরে সরে জাই নি অনেকেয় লস করার ভএ এই মার্কেট থেকে দূরে চলে জাই ফলে তারা আর কখন লাভ করতে পারে না। আমাদের সব সময় সথিক নিওমে ত্রেড করতে হবে তাহলে আমাদের কন লস হবে না।