প্রথম ট্রডে আমি লসের দিকেই ছিলাম। কারণ, আমি ফরেক্স নিয়ে একটু বেশিই কৌতুহল ছিলাম। ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা না নিয়েই আমি রিয়েল ট্রেড ওপেন করি এবং মোটামুটি একটা অংকের লস খাই। আজও আমার মনে পরে, না বুঝে ট্রেড ওপেন করে জীবনে কত্ত বড় ভূল করছিলাম।