ফরেক্স-এ আসার সাথে সাথে কেউ কোটিপতি হতে পারে না ৤ আমাদের প্রথমদিকে অবশ্যই অল্পতে তুষ্ট থাকার অভ্যস করতে হবে ৤ তা না হলে আমরা এই মার্কেটে বেশি দিন টিকে থােকতে পারব না .তাই ফরেক্স আগে ভালো ভাবে অনুশিলন করতে হবে । ফরেক্স মার্কেট ভালো ভাবে এনালাইসিস করতে শিখতে হবে । তাহলে ফরেক্স এ একজন সফল ট্রেডার হওয়া সম্ভব হবে ।