আসলে সত্যি কথা বলতে কি মানুষের চাহিদার কোন শেষ নেই আপনি যদি এই মাসে ফরেক্স থেকে ২০০ ডলার প্রফিট করে থাকেন তা হলে নিশ্চই আপনি পরের মাসে ৩০০ ডলার প্রফিট করতে চাইবেন আর এটিইতো স্বাভাবিক। তবে এটি ঠিক যে ফরেক্সে ট্রেড করার পর থেকে আমি আমার অর্থনৈত্তিক অবস্থার কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছি আর যার জন্য আমি ফরেক্সের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।