ভাই ২০০ ডলারে কিছু হবে না, হ্যাঁ আপনার মাসিক যে পকেট খরচ সেটা বের করতে পারবেন। তবে পর্যাপ্ত উপার্জনের জন্য আপনার ব্যালেন্স যত বেশি হবে, আপনি ততই আরও বেশি নিরাপদে ট্রেড করতে পারবেন। আপনার ইকুয়িটি, মার্জিন ও ফ্রি-মার্জিন ঠিক থাকবে। এছাড়াও আপনার ব্যালেন্স যদি বেশি হয় তাহলে, মানি ম্যানেজম্যান্টও সঠিকভাবে করতে পারবেন।