দক্ষ ট্রেডারদের জন্য ২০০ ডলার যথেষ্ঠ ব্যলেন্স যা দিয়ে মাসে কম করে হলেও ৫০ -৬০ ডলার সহজেই আয় হতে পারে৷কিন্তু নতুন অদক্ষ লোভী ট্রেডারদের জন্য ২০০ ডলার মাত্র ২ ঘন্টায় জিরো জিরো তে চলে আসতে পারে৷অস্বাভাবিক কিছুই না৷প্রকৃতপক্ষে ব্যলেন্স খুব বেশী একটা গুরুত্ত্বপূর্ণ বিষয় নয় ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতার তুলনায়৷
২০০ ডলার দিয়ে ফরেক্স একাউন্টে ডিপোজিট করে ট্রেডিং করা ভাল। এবং ভাল মানের প্রফিট করতে পারবেন। তবে তার আগে আপনাকে মানি ম্যানেজমেন্ট ভাল ভাবে যানতে হবে। আর নতুন কোন ট্রেডার ওপেন করার আগে এনালাইসিস ও নিউজ ফলো করে ওপেন করবেন। তাহলে ভাল প্রফিট করতে পারবেন। তবে বেশী এমাউন্ট এর ট্রেড ওপেন করবেন না।