আসলে আমরা ফরেক্স মার্কেটে যত সময় দিতে পারব ততই আমাদের জন্য ভালো । আমরা কখনোই লিভারেজ বাড়িয়ে ট্রেড করব না । আমরা সব সময় ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । এই মার্কেটে আপনি যতই বিনিয়োগ করেন না কেন আপনি একটা ডলারও অায় করতে পারবেন না যদি কোন ধরনের ট্রেডিং দক্ষতা না থাকে । অার সে জন্যই দক্ষতাকে বলা হয় এই মার্কেটে টিকে থাকার হাতিয়ার । আর এই হাতিয়ার যে নিতে পেরেছে সে অনেক বেশি ভাগ্যবান । তবে দক্ষতা এক দিনে বা হঠাৎ করেই গড়ে উঠবে না । আপনার সাধনাই একটু একটু করে আপনাকে দক্ষ বানাতে পারে ।