মানুষ এর ব্রেন এর জন্য প্রয়োজন একই বিষয় বা কাজ পুনরাবৃত্তি করা, যাতে করে এটি এই অভ্যাসকে সঠিকভাবে রপ্ত করতে পারে তা সে কোন গিটার হোক বা ট্রেডিং স্ট্রেটিজিই হোক না কেন। আপনি একটি কাজ যত অধিক বার করবেন ততই ভালবাবে আপনার ব্রেন তা আয়ত্ত্ব করতে পারবে। খুবই কষ্টের বিষয় এই যে অনেক ট্রেডারগন এই পর্যন্ত পৌছতেও পারেন না, তারা ইন্টারনেটএ নানা ধরনের স্ট্রেটিজি এবং সিস্টেম এর মধ্যে হারিয়ে যায় এবং বিভ্রান্ত হয়ে উঠে। কিছুদিন এক সিস্টেম এ ট্রেড করে তো কিছুদিন অন্য স্ট্রেটিজি একসময় ধৈর্য হারিয়ে ফেলে। যে কোন একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্রেটিজিতে ভালো দখল নেয়ার জন্য প্রয়োজন একনিষ্ঠ ধৈর্য, সাধনা, অনড় ফোকাস, অধ্যাবসায়। জীবনে সফলতা ও ট্রেডিং এ সফলতা ভিন্ন কোন বিষয় নয় একই সুতোয় গাথা। আপনি চার্ট এর প্রিন্ট আউট করতে পারেন, তারপর চার্ট নিয়ে অধ্যায়ন করতে পারেন, একই স্ট্রেটিজি ভিন্ন ভিন্ন কারেন্সি পেয়ার বা শেয়ার এ তার প্রভাব লক্ষ্য করতে পারেন, আপনি আপনার স্ট্রেটিজিতে বা পদ্ধতিতে এতটাই দক্ষতা অর্জন করতে হবে যাতে করে যে কোন চার্টে, যে কোন টাইম ফ্রেম এ দেখামাত্রই বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন।