কম ব্যালেন্স দিয়া তো ট্রেড করাই যায়। আমাদের যত কম ব্যালেন্স থাকে ততই আমরা ঠান্ডা মাথায় ট্রেড করি। আস্তে আস্তে হয়ত ১-২ মাস ভাল করে ট্রেড করি। আর লাভ করি। কিন্তু ব্যালেন্স টা যখন বড় হয়ে যায় ঠিক তখই ঘটে সব সমস্যা। তখন লাভ করার চিন্তা টা থাকে ওনেক বেশী। আর এই লাভের চিন্তায় আমরা সবাই লস করি। আমার মতে সুষ্ঠ একটা প্রান করলে আমরা সবাই ছোট এমানউট দিয়াই ভাল ট্রেড করতে পারি। আর এক সময় হ৥ত ৬ মাস পরেই দেখবো আমাদের ব্যালেন্স অনেক বড় হয়ে গেছে।