এখানে প্রতিনিয়ত মুদ্রা কেনা-বেচা হয়ে থাকে।এই বাজারে বা মার্কেটে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয়ে থাকে।এখানে আপনি ঘরে বসে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করতে পারেন।আর এই মার্কেটে বিশ্বের সব থেকে বেশি লেন দেন হয়ে থাকে।যার জন্য আমরা এটাকে আন্তরজাতিক মার্কেট প্রতিষ্ঠান বলে থাকি।ফরেক্স কি সে সম্পর্কে সবারই আমার চেয়ে ভাল জানার কথা । ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। সাধারনত ফরেক্স মার্কেটে দুটি কারেন্সির ক্রয়/বিক্রয়কে পেয়ার বলা হয়ে তাকে ।ফরেক্স একটা আন্তর্জাতিক মুদ্রা বেচাকেনা মার্কেট এখানে বিশ্বের শক্তিশালী এবং চাহিদাপূর্ণ মুদ্রাগুলো একটা বিপরীতে অন্যটা ক্রয়-বিক্রয় করা হয় । ফরেক্স বিশ্বব্যাপি দিন দিন একটা জনপ্রিয় পেশায় পরিণিত হচ্ছে এই ব্যাবসার স্বতন্ত্র এবং অসাধারণ কিছু বৈশিষ্ট্যর কারণে । তাছাড়া এই ব্যবসাটা হল একটা স্বাধীন এবং মুক্ত পেশা । তাই ফরেক্স পৃথিবীর সব দেশে খুব দ্রুত বিস্তার লাভ করছে ।