এবার সুজন আমাকে প্রশ্ন করলো, নিশ্চয়ই লন্ডন সেশনে ইউরো আর পাউন্ডের পেয়ার গুলো ট্রেড করার জন্য ভাল? আমি তাকে উত্তর দিলাম যেহুতু লন্ডন সেশনে অনেক বেশি ট্রেড হয়, তাই দেখা যায় এই সেশনে অনেক বেশি লিকুইডিটি থাকার কারনে প্রায় সব পেয়ারেই ট্রেড করা যায় । অবশ্যই মেজর পেয়ারগুলো ট্রেড করা জন্য ভালো যেমন – eur/usd, gbp/usd, usd/jpy, usd/chf, কারনে সেগুলোতে স্প্রেড কম থাকে । এবং এই পেয়ারগুলো দেখা ইউরোপিয়ান সেশনে যে নিউজগুলো আসে সেগুলো দ্বারা সরাসরি প্রভাবিত হয় । এছাড়া ইয়েন ক্রস পেয়ারগুলোও ট্রেড করা যায় বিশেষ করে eur/jpy এবং gbp/jpy, কারন এই পেয়ারগুলো তখন কিছুটা ভোলাটাইল থাকে ।