আমি বলবো ফরেক্স মার্কেট আর শেয়ার মার্কেটের মধ্যে তেমন কোন পার্থক্য নেই । ফরেক্সে টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে হয় , শেয়ার মার্কেটেও তাই । তবে কিছুটা পার্থক্য আছে -- ফরেক্সে সবার কাজ করার সুযোগ থাকে , শেয়ার মার্কেটে তা থাকে না । ফরেক্সে লস হলে পরে তা আবার মার্কেট ভাল মুভ করলে তুলে নেওয়া যায় , শেয়ারে লস খেলে তা আর পাওয়া যায় না । ফরেক্সের জন্য পড়া লেখা করা লাগে না , কিন্তু শেয়ার মার্কেটে কাজ করতে হলে লেখা পড়া জানা লাগে ।
এখানে ফরেক্স মার্কেট আর শেয়ার মার্কেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শেয়ার মার্কেটে আপনাকে শেয়ার কিনে অপেক্ষা করে থাকতে হবে শেয়ারের দাম না বাড়া পর্যন্ত, আর শেয়ার বাজারে শেয়ার হোল্ডারাই এর মূল্য হোল্ড করে ধরে রাখেন, নিয়ন্ত্রণটা মূলত তাদের হাতেই থাকে বলা যায়। কিন্তু ফরেক্স মার্কেটে এরকম কোন সুযোগ নেই, এটা কারও নিয়ন্ত্রণে নেই এটা সমস্ত ওয়াল্ডের ইকোনোমিক্যার কন্ডিশনের উপর ভিত্তি করে চলে।ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টার জন্য খোলা থাকে কিন্ত শেয়ার মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে না।ফরেক্স মার্কেট দাম বাড়ুক অথবা কমুক , আপনি বাই অথবা সেল করে লাভ করতে পারেন।কিন্ত শেয়ার মার্কেট শুধু দাম বাড়লেই আপনার লাভ দাম কম্অলে কোন লাভ নেই।আর ফরেক্স এ লাভের পরিমান বেশী।

Thread: 


