ডেমা ট্রেডিং না করে লাইভ ট্রেডিয়ে নামাটা হল ঠিকে যেমন আপনি মাঠে গাড়ি চালানো শিখেছেন কিন্তু এখনো মেইন রোডে গাড়ি নিয়ে নেমে পরেছেন। সুতরাং একটু ভুল করলেই আপনি বিপদে পরবেন। সেজন্য বিভিন্ন রিস্কগুলো বুঝতে হবে এবং একটা ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে সেটাকে ডেমোতে টেষ্ট করতে হবে এবং ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে। রিস্ক – রিওয়ার্ড জানতে হবে। কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে। টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এনালাইসিস করে ট্রেড নিতে হবে।