ভাই শেখার জন্য দু-চারদিন প্রাকটিস করতে পারেন, তবে আপনাকে আসল খেলাটা মূলত লাইভ মার্কেটেই খেলতে হবে। সেজন্য আমার মতামত হলো সময়গুলো নষ্ট না করে বরং রিয়েল একাউন্টে কিছু পরিমাণ ইনভেষ্ট করে অন্তত একটা সেন্ট একাউন্ট চালাতে পারেন, এছাড়াও লিভারেজতো পাচ্ছেন তাহলে আর চিন্তা কেন ? কারন রিয়েল ট্রেডিং এ আপনি যে শিক্ষা বা অভিজ্ঞতাটা পাবেন, সেটা ডেমো থেকে আসবে না।