+ প্রসঙ্গে প্রত্যুত্তর
ফলাফল দেখাচ্ছে 1 হইতে 2 সর্বমোট 2

প্রসংগ: Pi হচ্ছে একটি নতুন Digital Currency

  1. #1 সঙ্কুচিত পোস্ট
    কনিষ্ঠ সদস্য Shihab412587's Avatar
    নিবন্ধনের তারিখ
    Jun 2021
    মন্তব্য
    2
    অর্জিত পেমেন্টস
    0.49 USD
    ধন্যবাদ
    40
    0 টি পোস্টের জন্য 0 বার ধন্যবাদ পেয়েছেন
    সাবস্ক্রাইব করুনসাবস্ক্রাইব করুন
    সাবস্ক্রাইব করা: 0

    Post Pi হচ্ছে একটি নতুন Digital Currency

    সম্পুর্ণ বিনা খরচে Earn করুন।
    Pi Network কি??
    সহজভাবে বললে Pi হচ্ছে একটি নতুন Digital Currency বা ভার্চুয়াল টাকা। তারা তাদের এই currency কে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় সম্পদের সুস্থ্যভাবে বন্টনের জন্য। ঠিক বিটকয়েনের মতো। Bitcoin এর দাম প্রথমদিকে ২০১০ সালে ছিলো 1Bitcoin= ১০০ টাকা। আর এখন ১০ বছর পেরিয়ে সেটার দাম দাঁড়িয়েছে টাকায় 1Bitcoin= ৫০ লক্ষ টাকা। উন্নত বিশ্বে প্রতিদিন মানুষ বিটকয়েন দিয়ে কেনাবেচা এবং প্রয়োজনে নগদেও রূপান্তরিত করছে। তৃতীয় বিশ্বে এটা এখনো অনেকটা অজানায় রয়ে গেছে। আমরা বা কজনে জানি বিষয়টা! তবে এখন ডিজিটাল বিশ্ব, হাতের মুঠোয় সবকিছু। যেমনটি Uber Appsও তার অন্যতম উদাহরণ হতে পারে। তাই আপনিও চাইলে আনায়াসে যোগ দিতে পারেন এই নেটওয়ার্ক কারেন্সিতে। শুধুমাত্র দরকার একটি এনড্রয়েড মোবাইল ফোন।

    মোটকথা Pi Network তাদের এই Digital currency টা এখন ফ্রিতে দিচ্ছে। যা কিছুদিন পর আর ফ্রি থাকবে না। এমনকি বর্তমানে ১৭৫ টি দেশ এটি ব্যবহার করছে এবং অনেক দেশে এটি গ্রহনযোগ্যতা করার জন্য কাজ করছে। তাদের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১৬ মিলিয়ন এর উপরে। যখন তারা তাদের crypto currency টা exchange বা Transfer listed মার্কেটে নিয়ে আসবে তখন আমরা এই crypto currency টা Exchange করে নগদেও নিতে পারবো। এমনকি person to personও Pi coin কেনাবেচা করা যাবে Transfer করে দিয়ে। এছাড়া অনলাইনেও কেনাকাটা করা যাবে, যদি অনলাইন মার্কেট সেটা accept করে। যেমনটি Bitcoin এখন নামিদামী ১১ টা কোম্পানী গ্রহন করছে। সবচেয়ে মজার বিষয় হলো crypto currency expert রা মনে করছেন নিকট ভবিষ্যতে Bitcoin কে টেক্কা দিবে এই Pi crypto currency. বর্তমান বিশ্বের যত crypto currency আছে তার কোনোটিই শুরুর দিকে এতো ভালো করে প্রচার ও মার্কেট দখল করতে পারেনি যেমনটা পেরেছে pi network crypto currency.
    Bitcoin এর উৎপত্তি China আর Pi Network এর উৎপত্তি America।
    Refer Code : Shihab412587
    পাই(π) নেটওয়ার্ক-এ একাউন্ট খোলার বা রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
    ===========================
    ১) গুগল প্লে (Google Play) স্টোরে গিয়ে Pi Network অ্যাপটি ডাউনলোড করুন। "Pi Network" লিখে সার্চ দিলে খুব সহজেই খুজে পাবেন অ্যাপটি। গুগল প্লেতে এই অ্যাপটি ১৬ মিলিয়ন+ ডাউনলোড করা হয়েছে।
    ===========================
    ২) ফোন নম্বর বা ফেসবুক একাউন্ট দিয়ে রেজিষ্ট্রেশন করুন।
    (ফোন নম্বর দিয়ে একাউন্ট করাটাই সবচেয়ে ভাল)
    ===========================
    ৩) জাতীয় পরিচয় পত্র (NID) অথবা স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম টাইপ করতে হবে:
    (a) First Name
    (b) Last Name
    ===========================
    ৪) Password লিখুন ( ২ বার)
    (Strong Password হতে হবে। Example: Sh528272**##)
    ===========================
    ৫) আপনার পছন্দ অনুযায়ী User Name টাইপ করুন।
    ===========================
    ৬) Invitation code এর বক্সে লিখুন: Shihab412587
    ( Invitation code ছাড়া Registration সম্পন্ন হবে না)
    ==========================
    বিঃদ্রঃ যারা আমার refer এ registration করবেন তারা অবশ্যই আমার messenger এ একটা msg দিয়ে রাখবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে এবং আপনি কোন কিছু জানাতে চাইলে সুবিধা হবে।

    এই অ্যাপে প্রতিদিন কি কাজ করতে হবে?:

    নিয়মিত আয় চালু রাখতে - 24 ঘন্টা পর একবার একাউন্টে ঢুকে মাইনিং টা চালু করে দিলেই হবে। ছবিতে (⚡) চিহ্ন দেয়া গোল এরিয়াতে ক্লিক করবেন একাউন্ট করার ঠিক ২৪ ঘন্টা পরপর। মনে করুন আজ বিকেল ৫ টায় একাউন্ট করলেন। আগামীকাল বিকেল ঠিক ৫ টায় ছবিতে (⚡) চিহ্ন দেয়া গোল এরিয়াতে ক্লিক করবেন। ২৪ ঘন্টা পার হলে নোটিফিকেশন অ্যালার্টও আসবে অ্যাপ থেকে। তখন ক্লিক করবেন। পরবর্তী মাইনিংয়ের কাউন্টডাউনও শুরু হয়ে যাবে।
    গোল-সাদা (⚡) চিহ্নের উপর ক্লিক করলে সেটা সবুজ হয়ে যাবে।

    আপনি যদি নিজের পাই আর্নিং স্পিড বাড়াতে চান তবে সেটা দুইভাবে বাড়াতে পারেন। প্রথমত, নিজের ইনভাইটেশন কোড দিয়ে নতুন মেম্বারকে এই প্লাটফর্ম এ নিয়ে আসলে। ওরা যদি এক্টিভ থাকে তবে আপনার মাইনিং স্পিড বাড়বে।
    দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি যখন টানা ৩ দিন নিজের মাইনিং পূর্ন করবেন তখন আপনার পাই অ্যাপের "কন্ট্রিবিউটর রুল" খুলে যাবে। সেখানে যখন আপনি ৫ জন পরিচিত ব্যক্তিকে নিজের "সিকিউরিটি সার্কেলে" যুক্ত করবেন তখন আপনার মাইনিং স্পিড আরও বেড়ে যাবে।

    বিশেষ জরুরী:
    এখানে ইনকাম করার জন্য সব সময় Data চালু রাখার দরকার নাই। তবে একাউন্ট চালু আছে কিনা এবং ইনকাম হচ্ছে কিনা, তার জন্য প্রতিদিন দুই/একবার চেক করতে পারেন। তারপর ডাটা বন্ধ করে দিলেও ইনকাম চালু থাকবে।

    সতর্কবার্তা:
    অবশ্যই নাম দেওয়ার সময় ন্যাশনাল আইডি কার্ডের নাম/পাসপোর্টের নাম ব্যবহার করবেন। একদম হুবহু ন্যাশনাল আইডি কার্ডে যে নাম দেওয়া থাকবে তাই আপনার ব্যবহার করতে হবে কারন কিছু দিন পর যখন KYC VERIFICATION আসবে তখন আপনার এই ন্যাশনাল আইডি বা নিজস্ব আইডি কার্ডের নামের সাথে আপনার Pi account এর নামের সাথে মিল থাকতে হবে। আর Withdraw দেওয়ার সময় এইসব information দরকার পড়বে। পারলে প্রোফাইলে গিয়ে আপনার নাম্বারটাও ভেরিফাই করে রাখতে পারেন। আর এই Pi Network এখন সেকেন্ড রাউন্ডে আছে কিছু দিন পর এটা মার্কেটে এসে পড়বে। আশা করছি, তখন আপনারা এটা বিক্রয় করতে পারবেন
    ===========================
    নাম যদি এখনো সঠিকভাবে লিখা না হয় তাহলে সংশোধন করে নিন। পাই নেটওয়ার্ক কর্তৃপক্ষ ১৪ দিন পর্যন্ত সময় দেয় নাম ঠিক করার জন্য। ১৪ দিন পার হয়ে গেলে আর নাম সংশোধন করতে পারবেন না। আপনার ইউজার নাম যেকোনোটাই দিতে পারেন। কিন্ত পাই একাউন্টে আপনার দেয়া নামের সাথে ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্টের নামের সাথে যেন হুবহু মিল হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন।

    অর্থ বাজারে ট্রেড করার ক্ষেত্রে উচ্চ ঝুঁকি থাকলেও সঠিক উপায়ে ট্রেড করতে পারলে এখানে অতিরিক্ত উপার্জন করা সম্ভব। ইন্সটাফরেক্স এর মতো নির্ভরযোগ্য ব্রোকার বেছে নেওয়ার মাধ্যমে আপনি আন্তর্জাতিক অর্থ বাজারে প্রবেশ করতে পারবেন এবং আর্থিক স্বাধীনতার দিকে আপনার পথ উন্মুক্ত হবে। আপনি এখানে নিবন্ধন করতে পারেন।


  2. #2 সঙ্কুচিত পোস্ট
    প্রবীণ সদস্য Rassel Vuiya's Avatar
    নিবন্ধনের তারিখ
    Feb 2018
    মন্তব্য
    1,199
    অর্জিত পেমেন্টস
    1,110.94 USD
    ধন্যবাদ
    1,882
    521 টি পোস্টের জন্য 2,367 বার ধন্যবাদ পেয়েছেন
    সাবস্ক্রাইব করুনসাবস্ক্রাইব করুন
    সাবস্ক্রাইব করা: 0
    পাই কয়েন অক্টোবরে লিস্টেড হতে চলেছে। ১পাই = ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে। ২০১৯ সালে থেকে এই কয়েনটি সবাই মাইনিং করে ইনকাম করেতেছে,,, তার মধ্যে আমিও একজন,, পুরো পৃথিবী থেকে ২১ মিলিয়ন মানুষ এই pi network এর সাথে কাজ করতেছে ধারনা করা হয়ে এটার শুরু প্রাইস ১০০-১০০০ ডলারের কাছাকাছি হবে এবং ভবিষ্যতে bitcoin কেউ ছাড়িয়ে যাবে,, অভিজ্ঞরা এটাই বলতেছেন,,আবার অনেকেই এটাকে ফেক মনে করতেছেন যেমনটি bitcoin, litcoin, ethereum এর ক্ষেত্রেও ঘটেছিলো
    [ATTACH=CONFIG]15267[/ATTACH]
    ইমেজ সংযুক্ত করুন  

    অর্থ বাজারে ট্রেড করার ক্ষেত্রে উচ্চ ঝুঁকি থাকলেও সঠিক উপায়ে ট্রেড করতে পারলে এখানে অতিরিক্ত উপার্জন করা সম্ভব। ইন্সটাফরেক্স এর মতো নির্ভরযোগ্য ব্রোকার বেছে নেওয়ার মাধ্যমে আপনি আন্তর্জাতিক অর্থ বাজারে প্রবেশ করতে পারবেন এবং আর্থিক স্বাধীনতার দিকে আপনার পথ উন্মুক্ত হবে। আপনি এখানে নিবন্ধন করতে পারেন।


+ প্রসঙ্গে প্রত্যুত্তর

মন্তব্য নিয়মাবলি

  • আপনি হয়ত নতুন পোস্ট করতে পারবেন না
  • আপনি হয়ত মন্তব্য লিখতে পারবেন না
  • আপনি হয়ত সংযুক্তি সংযুক্ত করতে পারবেন না
  • আপনি হয়ত আপনার মন্তব্য পরিবর্তনপারবেন না
  • BB কোড হলো উপর
  • Smilies are উপর
  • [IMG] কোড হয় উপর
  • এইচটিএমএল কোড হল বন্ধ
বাংলাদেশ ফরেক্স ফোরাম – উপস্থাপন
ফোরাম সেবায় আপনাকে স্বাগতম যেটি ভার্চুয়াল স্যালুন হিসেবে সকল স্তরের ট্রেডারদের সাথে যোগাযোগ করার সুযোগ প্রদান করছে। ফরেক্স হলো একটি গতিশীল আর্থিক বাজার যেটি দিনে ২৪ঘন্টা খোলা থাকে। যে কেউ ব্রোকারেজ কোম্পানির মাধ্যমে এখানে কার্যক্রম সম্পাদন করতে পারে। এই ফোরামে আপনি কারেন্সি মার্কেটে ট্রেডিং এবং মেটাট্রেডার ফোর ও মেটাট্রেডার ফাইভের মাধ্যমে অনলাইন ট্রেডিং সম্পর্কিত বিস্তারিত বিবরণ পাবেন।

বাংলাদেশ ফরেক্স ফোরাম – ট্রেডিং আলোচনা
ফোরামের প্রত্যেক সদস্য বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, যার মধ্যে ফরেক্স সম্পর্কিত ও ফরেক্সের বাইরের বিভিন্ন বিষয়ও রয়েছে। ফোরাম বিভিন্ন মতামত এবং প্রয়োজনীয় তথ্য শেয়ারের জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি অভিজ্ঞ ও নতুন উভয় ধরণের ট্রেডারদের জন্য উন্মুক্ত। পারস্পরিক সহায়তা এবং সহনশীলতা অত্যন্ত প্রশংসনীয়। আপনি যদি অন্যদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান অথবা ট্রেডিং সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধি করতে চান, তাহলে ট্রেডিং সম্পর্কিত আলোচনা "ফোরাম থ্রেড" এ আপনাকে স্বাগত।

বাংলাদেশ ফরেক্স ফোরাম – ব্রোকার এবং ট্রেডারদের মধ্যে আলোচনা (ব্রোকার সম্পর্কে)
ফরেক্সে সফল হতে চাইলে, যথেষ্ট কৌশলের সাথে একটি ব্রোকারেজ কোম্পানি বাছাই করতে হবে। আপনার ব্রোকার সত্যিই নির্ভরযোগ্য সেটি নির্ধারণ করুন! এভাবে আপনি অনেক ঝুঁকির সম্মুখীন হবেন এবং ফরেক্সে লাভজনক ট্রেড করতে পারবেন। ফোরামে একজন ব্রোকারের রেটিং উপস্থাপন করা হয়; এটি তাদের গ্রাহকদের রেখে যাওয়া মন্তব্য নিয়ে তৈরি করা হয়। আপনি যে ব্রোকার কোম্পানির সাথে কাজ করছেন সে কোম্পানি সম্পর্কে আপনার মতামত দিন, এটি অন্যান্য ট্রেডারদের ভুল সংশোধন করতে সাহায্য করবে এবং একজন ভালো ব্রোকার বাছাই করতে সাহায্য করবে।

অবিচ্ছিন্ন যোগাযোগ বাংলাদেশ ফরেক্স ফোরাম
এই ফোরামে আপনি শুধু ট্রেডিং এর বিষয় সম্পর্কেই কথা বলবেন না, সেইসাথে আপনার পছন্দের যে কোন বিষয় সম্পর্কে কথা বলতে পারবেন। বিশেষ থ্রেডে অফটপিং ও করা যায়! আপনার পছন্দের যে কোন হাস্যরস, দর্শন, সামাজিক সমস্যা বা বাস্তব জ্ঞান সম্পর্কিত কথাবার্তা এখানে উল্লেখ করতে পারবেন, এমনকি আপনি যদি পছন্দ করেন তাহলে ফরেক্স ট্রেডিং সম্পর্কেও লিখতে পারবেন!

যোগদান করার জন্য বোনাস বাংলাদেশ ফরেক্স ফোরামে
যারা ফোরামে লেখা পোষ্ট করবে তারা বোনাস হিসেবে অর্থ পাবে এবং সেই বোনাস একটি অ্যাকাউন্টে ট্রেডিং এর সময় ব্যবহার করতে পারবে. ফোরাম অর্থ মুনাফা লাভ করা নয়, অধিকন্তু, ফোরামে সময় ব্যয় করার জন্য এবং কারেন্সি মার্কেট ও ট্রেডিং সম্পর্কে মতামত শেয়ারের জন্য পুরষ্কার হিসেবে ফোরামিটিস অল্প কিছু বোনাস পায়।