ফরেক্স (Forex) শব্দটি এসেছে Foreign Exchange শব্দদ্বয় থেকে। যার অর্থ দাড়ায় বৈদেশিক মুদ্রা বিনিময়। আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারকেই মূলত ফরেক্স হিসেবে বিবেচিত করা হয়। একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রার আদান-প্রদান করাই হচ্ছে ফরেক্স এর প্রধান কাজ। বৈদেশিক মুদ্রার মূল্যের পরিবর্তন সাধিত হয় মূলত সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এছাড়া এর পাশাপাশি কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও পণ্য এবং সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত মুদ্রা দেশিয় মুদ্রায় পরিবর্তন করে। যদিও এর পরিমান বৈদেশিক মুদ্রাবাজার লেনদেনের মাত্র ৫%। বাকি ৯৫% লেনদেন হয় ফরেক্স ব্রোকারদের মাধ্যমে যারা বৈদেশিক মুদ্রা আদান-প্রদান করে কিছু মুনাফা আদায় করে। আপনি ফরেক্স এর মাধ্যমে খুব সহজেই একটি মুদ্রার বিনিময়ে অন্য মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন। এই মুদ্রার বাজারে বিশ্বের সব উল্লেখযোগ্য অর্থনৈতিক মুদ্রা সংযুক্ত আছে। এইসব মুদ্রার মূল্য প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে এবং এই মুদ্রার মান পরিবর্তনকেই কেন্দ্র করে মূলত ফরেক্স ট্রেডিং ব্যবসা চলছে। আপনি চাইলে খুব সহজেই এই পরিবর্তনশীল মুদ্রার মানকে ব্যবহার করে লাভবান হতে পারেন। উদাহরণস্বরূপ, আজকের দিনে মার্কিন ডলারের এর মান ধরে নিলাম ১০০ টাকা এবং ইউরোর মান ৮০ টাকা। আপনি আজকে ১০০ মার্কিন ডলার দিয়ে ৮০ ইউরো ক্রয় করলেন। পরবর্তীতে ইউরোর দাম বেড়ে গেলে আপনি ওই ৮০ ইউরো বিক্রয় করে ১২০ মার্কিন ডলার পেতে পারবেন। এভাবেই আপনি ফরেক্সে মুদ্রার পরিবর্তিত মান আদান প্রদান করে আয় করতে পারবেন অতি সহজে। ফরেক্স ব্যবসার অন্যতম প্রধান সুবিধা হল কোন মুদ্রা শক্তিশালী হোক অথবা দুর্বল হোক আমরা দুই ক্ষেত্রেই এর ব্যবহার করে আয় করতে পারি, যা অন্য কোন ব্যবসায় করা সম্ভব না।