অনেক সময় আমরা খেয়াল করলে দেখতে পাই eurusd পেয়ারে ট্রেড এক ধরনের প্রফিট বা লস হয়। আবার gbpusd পেয়ারে করলে ভিন্ন এমাউন্টে প্রফিট বা লস হয়। এর মূল কারণ হলো পিপস ভ্যালু। পিপস ভ্যালু বের করার সূত্র হলঃ-

পিপস ভ্যালু = (এক পিপস / এক্সচেঞ্জ রেট) x লট সাইজ

তাহলে আমরা পিপস ভ্যালু পেয়ে যাব।