জুলাই 2021 সালের বোনাস এখনো প্রদান করা হয়নি। পূর্বে কোন মাসের 10 থেকে 15 তারিখ কিংবা 20 তারিখের মধ্যে বোনাস প্রদান করা হতো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ কয়েক মাস ধরে ঠিক টাইমে বোনাস প্রদান করা হচ্ছে না। জুলাই মাসে আমরা এখনো বোনাস পাইনি কিন্তু আশা করছি যে জুলাই এবং আগস্ট মাসের বোনাস একসাথে সেপ্টেম্বর মাসে প্রদান করা হবে যেমনটি জুন ও মে মাসের বোনাস জুলাই মাসে একসাথে প্রদান করা হয়েছিল। সুতরাং চিন্তার কোন কারণ নেই আপনি বোনাস পেয়ে যাবেন।