আপনি ঠিকই বলেছেন । ফরেক্স হল সে সমস্ত লোকদের জন্য যারা ফরেক্স এর সব বিষয় মেনে চলবে । ফরেক্স ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে নিজের ইচ্ছামত ট্রেড করলে লস হবে সেটা সুনিশ্চিত । তাতে কোন সন্দেহ নেই । ফরেক্স ব্যবসায়ে সফলাতার পিছনের রহস্য হল লোভহীন থাকা , প্রচুর ধৈর্য্যর পরীক্ষা দেয়া । পরিক্ল্পনা মাফিক ট্রেড করতে পারলে এবং মানিম্যানেজমেন্ট অণুসরণ করলে ফরেক্স সফল হওয়া কোন ব্যাপার নয় । তাই ফরেক্স সফল হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানের নিয়মকানুন মেনে চলতে হেব এবং প্রচুর পরিশ্রম করতে হবে । পরিশ্রম যেকোন কিছু জয় করতে পারে ।