ফরেক্স ট্রেডিং এ একটি কথা খুবই প্রচলিত আর তা হল ”প্ল্যান ইওর ট্রেড, ট্রেড ইওর প্ল্যান” । যার মানে হচ্ছে ট্রেড করার জন্য পরিকল্পনা করুন এবং পরিকল্পনামত ট্রেড করুন । কেউ পরিকল্পনা মত ট্রেড না করলে কোন দিনই সফল হতে পারবে না বলে আমি মনে করি । আন্দাজে ট্রেড করলে সাময়িক ভাবে লাভবান হওয়া যায় কিন্তু মার্কেটে টিকে থাকা যায় না ।