২০৩০ সালের মধ্যে নিজেদের ১ হাজার ২০০ গাড়িকে বিদ্যুচ্চালিত যানে রূপান্তরের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইউটিলিটি প্রতিষ্ঠান টেনিসি ভ্যালি অথরিটি (টিভিএ)। খবর এপি। এক পর্ষদ সভায় টেনেসি ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ লিয়াশ জানান, তাদের বহরে থাকা ৩ হাজার ৮০০ গাড়ির মধ্যে ১ হাজার ২০০ গাড়িকে ইভিতে রূপান্তর করা হবে। টিভিএর মুখপাত্র জিম হপসন বলেন, পরিকল্পনার অংশ হিসেবে ৬০০ লাইট ডিউটি গাড়ির মধ্যে ৪০০টিকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হবে, যার অধিকাংশই সেডান ও এসইউভি। এছাড়া ৮০০টি মাঝারি ভারী বাহন কিংবা পিকআপ ট্রাকের অর্ধেককে বৈদ্যুতিক যানে রূপান্তর করা হবে। গাড়ির কার্যক্ষমতা বিচারসাপেক্ষে মাঝারি ভারী যানের পরিমাণ কমিয়ে আনা হবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/72282552.jpg[/IMG]