স্টপ লস এবং টেক প্রফিট সেট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় 4/5 পিপসের জন্য আমাদের স্টপ লস হিট করে মার্কেট পুলব্যাক করে। এজন্য এ বিষয়ে অ্যাডভান্স লেভেলের কেন থাকতে হবে। আমি নিজেও স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের জন্য এখনো জ্ঞান অর্জন করে যাচ্ছি। অনেক সময় আমি ফিবোনাচ্চি এর সাহায্যে টেক প্রফিট সেট করে থাকি।