Name: 241731074_1820222964816343_5697315879473826825_n.jpg Views: 7 Size: 65.3 KB
এবছরের শুরুতে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের জায়গা দখল করে নেয় ভিয়েতনাম। এবার বাংলাদেশ পুনরায় দ্বিতীয় স্থানে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক মার্কেটে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে ভিয়েতনাম। চলতি বছরের প্রথম ৭ মাসে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের চেয়ে ১ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার বেশি আয় করেছে বাংলাদেশ।দুই দেশের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ভিয়েতনামের সরকারি রপ্তানি ১৬.৮৬ বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের রপ্তানি ১৮.৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চলতি বছরের শুরুতে বাংলাদেশকে সরিয়ে তৈরি পোশাক খাতে দ্বিতীয় স্থান দখল করে ভিয়েতনাম। সামনে আরও প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে, শুভ কামনা বাংলাদেশ।