মেসি-পরবর্তী যুগে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে নেমে একরাশ হতাশাই উপহার দিল বার্সেলোনা। কাম্প নউয়ে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে তাদেরকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। টমাস মুলারের সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। আর্থিক দুর্গতিতে লিওনেল মেসি চলে গেছেন। ধারে অন্যত্র পাঠাতে হয়েছে অঁতোয়ান গ্রিজমানকে। শক্তি কমেছে অনেক। আছে চোট ধাক্কাও। তারপরও বার্সেলোনার এমন বিবর্ণ রূপ সমর্থকদের জন্য ভীষণ হতাশার। বায়ার্নের বিপক্ষে তাদের হতাশার রেকর্ড আরও বাজে হলো। এই নিয়ে জার্মান ক্লাবটির বিপক্ষে অষ্টমবার হারল তারা; ১২ ম্যাচে বায়ার্ন জিতেছে ৮বার, বার্সেলোনা ২বার, বাকি দুটি ড্র।
[IMG]http://forex-bangla.com/customavatars/541501032.jpg[/IMG]