টেক প্রফিট ও স্টপ লস দুটি আপনার অনুপস্থিতিতে ফরেক্স ট্রেডিংয়ে অটোমেটিক সিস্টেমে নির্ধারিত প্রাইসে ট্রেড ক্লোজ হয়ে যাওয়ার পদ্ধতি। ভালভাবে মার্কেট ,ক্যান্ডেলস্টিক বা বিভিন্ন চার্টসহ অন্যান্য বিষয়গুলো এ্যানালাইসিস করার পরে আপনি যখন এ্যান্ট্রি দেন এবং আপনি যেই প্রাইসে ট্রেড ক্লোজ করতে চান সেখানে মার্ক করে টেক প্রফিট বা স্টপ লস সেট করে রাখতে পারেন। আপনি দেখেন আর নাই দেখেন অটোমেটিক সিস্টেমে উক্ত প্রাইসে মার্কেট হিট করার সাথে সাথে ট্রেড ক্লোজ হয়ে আপনার ব্যালেন্সের সাথে এ্যাডজাস্ট হয়ে যাবে।