গত সপ্তাহের মত ব্যস্ত না থাকলেও আপকামিং ট্রেডিং উইকে মেজর কারেন্সিগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল নিউজ রিপোর্ট পাবলিশড হবে। আসুন দেখে আসি এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল ইভেন্ট আছে।
আমেরিকান ডলার (USD):
[ATTACH]15480[/ATTACH]
১. আগামী ২৭শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬ঃ০০ মিনিটে FOMC মেম্বার ইভানস, সন্ধ্যা ০৭ঃ০০ মিনিটে এবং রাত ১০ঃ০০ মিনিটে FOMC মেম্বার উইলিয়ামস এবং রাত ১০ঃ১৫ মিনিটে FOMC মেম্বার ব্রেইনার্ড বক্তব্য দিবেন।
ঐদিনই সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Core Durable Goods Orders এবং Durable Goods Orders নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ২৮শে সেপ্টেম্বর রাত ০৮ঃ০০ মিনিটে CB Consumer Confidence নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ২৯শে সেপ্টেম্বর বিকাল ০৯ঃ৪৫ মিনিটে ফেড চেয়ারম্যান পাওয়েল বক্তব্য দিবেন। ঐদিন পূর্বে রাত ০১ঃ০০ মিনিটে FOMC মেম্বার বসটিক বক্তব্য দিবেন।
ঐদিন রাত ০৮ঃ০০ মিনিটে মাসিক Pending Home Sales এবং রাত ০৮ঃ৩০ মিনিটে Crude Oil Inventories নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ৩০শে সেপ্টেম্বর দিন পূর্বে রাত ১২ঃ০০মিনিটে এবং দিনশেষে রাত ০৯ঃ০০ মিনিটে FOMC মেম্বার বসটিক, রাত ০৮ঃ০০ মিনিটে FOMC মেম্বার উইলিয়ামস এবং রাত ১০ঃ৩০ মিনিটে FOMC মেম্বার ইভানস বক্তব্য দিবেন।
ঐদিন সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে প্রান্তিক Final GDP, Final GDP Price Index , Unemployment Claims এবং সন্ধ্যা ০৭৪ঃ৪৫ মিনিটে Chicago PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
৫. ০১লা অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Core PCE Price Index , রাত ০৮ঃ০০ মিনিটে ISM Manufacturing PMI এবং Revised UoM Cosumer Sentiment নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
ইউরো (EUR) :
[ATTACH]15481[/ATTACH]
১. ২৬শে সেপ্টেম্বর সারাদিনব্যাপী German Federal Elections অনুষ্ঠিত হবে।
২. আগামী ২৭ সেপ্টম্বর দুপুর ০২ঃ০০ মিনিটে M3 Money Supply , বাৎসরিক Private Loans রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন বিকাল ০৫ঃ৪৫ মিনিটে ইসিবি প্রেসিডেন্ট লেগার্ডে বক্তব্য দিবেন।
এছাড়াও, এদিন জার্মান বুন্দেজ ব্যাংকের মান্থলি রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ২৮শে সেপ্টেম্বর দুপুর ১২ঃ০০ মিনিটে German GfK Consumer Climate রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন বিকাল ০৫ঃ৪৫ মিনিটে ইসিবি প্রেসিডেন্ট লেগার্ডে বক্তব্য দিবেন।
৪. আগামী ২৯ শে সেপ্টেম্বর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মানির মাসিক Import Prices রিপোর্ট পাবলিশড হবে।
এদিন দুপুর ০১ঃ০০ মিনিটে স্প্যানিস বাৎসরিক Flash CPI রিপোর্ট পাবলিশড হবে।
রাত ০৯ঃ৪৫ মিনিটে ইসিবি প্রেসিডেন্ট লেগার্ডে বক্তব্য দিবেন।
এবং সারাদিন ব্যাপী ইতালিয়ান এবং জার্মানির ১০ বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্টিত হবে।
৫. আগামী ৩০শে সেপ্টেম্বর দুপুর ১২ঃ৪৫ মিনিটে ফ্রান্সের মাসিক Consumer Spending এবং Prelim CPI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ৫৫ মিনিটে জার্মান Unemployment Change এবং দুপুর ০২ঃ০০ মিনিটে ইতালিয়ান মাসিক Unemployment Rate রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০৩ঃ০০ মিনিটে ইতালিয়ান মাসিক Prelim CPI এবং ইউরোপীয়ান Unemployment Rate রিপোর্ট পাবলিশড হবে।
৬. আগামী ০১লা অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মান মাসিক Retail Sales রিপোর্ট পাবলিশড হবে।
১২ঃ৪৫ মিনিটে ফ্রান্সের Gov Budget Balance রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ১৫ মিনিটে স্প্যানিস Manufacturing PMI,
দুপুর ০১ঃ৪৫ মিনিটে ইতালিয়ান Manufacturing PMI,
দুপুর ০১ঃ৫০ মিনিটে ফ্রান্সের Final Manufacturing PMI,
দুপুর ০১ঃ৫৫ মিনিটে জার্মান Final Manufacturing PMI,
দুপুর ০২ঃ০০ মিনিটে ইউরোর Final Manufacturing PMI,
দুপুর ০৩ঃ০০ মিনিটে ইউরোর বাৎসরিক CPI Flash Estimate এবং Core CPI Flash Estimate রিপোর্ট পাবলিশড হবে।
গ্রেট ব্রিটেন পাউন্ড (GBP):
[ATTACH]15482[/ATTACH]
১. আগামী ২৭শে সেপ্টেম্বর দিন শেষে রাত ১২ঃ০০ মিনিটে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর বেইলি বক্তব্য দিবেন।
২. আগামী ২৮শে সেপ্টেম্বর সারাদিন ব্যাপী ৩০ বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্টিত হবে।
৩. আগামী ২৯শে সেপ্টেম্বর রাত ০৯ঃ৪৫ মিনিটে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর বেইলি বক্তব্য দিবেন।
৪. আগামী ৩০শে সেপ্টেম্বর দুপুর ১২ঃ০০ মিনিটে ইংল্যান্ডের প্রান্তিক Final GDP , Current Account এবং প্রান্তিক Revised Business Investment নিউজ পাবলিশড হবে।
৫. আগামী ০১লা অক্টোবর দুপুর ০২ঃ৩০ মিনিটে Final Manufacturing PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
অস্ট্রেলিয়ান ডলার (AUD):
--------------------------------------
১. আগামী ২৮শে সেপ্টেম্বর সকাল ০৭ঃ৩০ মিনিটে অস্ট্রেলিয়ান মাসিক Retail Sales নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
কানাডিয়ান ডলার (CAD):
-------------------------------------
১. আগামী ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক IPPI এবং RMPI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ০১লা অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক GDP এবং সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিটে Manufacturing PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
চাইনিজ ইউয়ান (CNY) :
-----------------------------------
১. আগামী ৩০শে সেপ্টেম্বর সকাল ০৭ঃ০০ মিনিটে চাইনিজ Manufacturing PMI এবং নন Manufacturing PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে ।
এবং সকাল ০৭ঃ৪৫ চাইনিজ Caixin Manufacturing PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
জাপানী ইয়েন (YEN) :
--------------------------------
১. আগামী ২৭শে সেপ্টেম্বর ভোর ০৫ঃ৫০ মিনিটে বাৎসরিক SPPI নিউজ রিপোর্ট পাবলিশড হবে ।
২. আগামী ২৮শে সেপ্টেম্বর ভোর ০৫ঃ৫৯ মিনিটে Monetary Policy Meeting Minutes প্রকাশিত হবে।
এবং সকাল ১১ঃ০০ মিনিটে ব্যাংক অব জাপানের বাৎসরিক
Core CPI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামি ২৯শে সেপ্টেম্বর রাত ০৯ঃ৪৫ মিনিটে ব্যাংক অব জাপানের গভর্নর কুরোডা বক্তব্য দিবেন।
৪. আগামী ৩০শে সেপ্টেম্বর সকাল ০৫ঃ৫০ মিনিটে বাৎসরিক Retail Sales এবং মাসিক Prelim Industrial Priduction পাবলিশড হবে।
এবং এদিন ব্যাংক অব জাপানের গভর্নর কুরোডা বক্তব্য দিবেন।
৫. আগামী ০১লা অক্টোবর সকাল ০৫ঃ৩০ মিনিটে Unemployment Rate রিপোর্ট পাবলিশড হবে।
সকাল ০৫ঃ৫০ মিনিটে ব্যাংক অব জাপানের Summery of Opinions এবং Tankan (Manufacturing এবং নন-Manufacturing) Index রিপোর্ট পাবলিশড হবে।
সকাল ০৬ঃ৩০ মিনিটে Final Manufacturing PMI রিপোর্ট পাবলিশড হবে ।
সকাল ১১ঃ০০ মিনিটে কনজিউমার কনফিডেন্স রিপোর্ট পাবলিশড হবে ।