JDM মার্কেটের সিরিয়াসলি আন্ডাররেটেড গাড়ি। Supra নিয়ে এত মাতামাতি হয়, আমাদের দেশে Mark II নিয়ে এতো মাতামাতি হয় কিন্তু অনেকে এই Soarer কেই চেনে না। এটাও ৯০ দশকের লাক্সারি পারফরম্যান্স কার ফ্রম Toyota, হুডের নিচে আছে সেই লিজেন্ডারি JZ ইঞ্জিন। ২ ডোর লং বডিসহ এই গাড়ি তার সময়ের অনেক গাড়ি থেকে প্রিমিয়াম লুকিং ছিলো। বাংলাদেশেও ২-১ টা Soarer আছে যেগুলোর খবর মালিক আর ২-১জন এন্থুসিয়াস্ট ছাড়া কেউ জানেনা। শুধু দেশের দোষ দিয়ে লাভ নেই বাইরের দেশগুলোতেও একই অবস্থা। এটা বেসিক্যালি একটা লাক্সারিয়াস Supra যেটা কেউ ড্রাইভ করেনা।
Name: ScreenShot4265.jpg Views: 20 Size: 59.2 KB