নতুন সপ্তাহে OPEC Meetings এবং OPEC-JMMC Meetings এর মত গুরুত্বপূর্ন নিউজের পাশাপাশি মেজর কারেন্সিগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল নিউজ রিপোর্ট পাবলিশড হবে। আসুন দেখে আসি এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল ইভেন্ট আছে।
আমেরিকান ডলার (USD):
১. আগামী ৫ই অক্টোবর রাত ০৮ঃ০০ মিনিটে ISM Services PMI , সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে Trade Balance এবং সন্ধ্যা ০৭ঃ৪৫ মিনিটে Final Services PMI নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন রাত ১১ঃ১৫ মিনিটে FOMC Member Quarles বক্তব্য দিবেন।
২. আগামী ৬ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ১৫ মিনিটে প্রি-এনএফপি খ্যাত ADP Non-Farm Employment Change নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন রাত ০৮ঃ৩০ মিনিটে Crude Oil Inventories নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও সন্ধ্যা ০৭ঃ০০ মিনিটে এবং রাত ০৯ঃ৩০ মিনিটে FOMC Member Bostic বক্তব্য দিবেন।
৩. আগামী ৭ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে Unemployment Claims এবং বিকাল ০৫ঃ৩০ মিনিটে বাৎসরিক Challenger Job Cuts নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন সন্ধ্যা ০৬ঃ৪০ মিনিটে FOMC Member Williams বক্তব্য দিবেন এবং রাত ০৮ঃ৩০ মিনিটে Natural Gas Storage নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন শেষে রাত ০১ঃ০০ মিনিটে মাসিক Consumer Credit নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ৮ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে অন্যতম গুরুত্বপূর্ন লেবার মার্কেট (Average Hourly Earnings, Non-Farm Employment Change এবং Unemployment Rate) নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও রাত ০৮ঃ০০ মিনিটে মাসিক Final Wholesale Inventories নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
[ATTACH]15563[/ATTACH]
ইউরো (EUR) :
১. আগামী ৪ঠা অক্টোবর দুপুর ০১ঃ০০ মিনিটে স্পেনের Employment Change নিউজ রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০২ঃ৩০ মিনিটে Sentix Investor Confidence নিউজ রিপোর্ট এবং সারাদিনব্যাপী ইউরোগ্রুপের মিটিং অনুষ্টিত হবে।
২. আগামী ৫ই অক্টোবর দুপুর ১২ঃ৪৫ মিনিটে ফ্রান্সের মাসিক Industrial Production রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ১৫ মিনিটে স্প্যানিশ Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ৪৫ মিনিটে ইতালিয়ান Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ৫০ মিনিটে ফ্রান্সের Final Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০১ঃ৫৫ মিনিটে জার্মানির Final Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০২ঃ০০ মিনিটে ইউরোপীয়ান Final Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০৩ঃ০০ মিনিটে ইউরোপীয়ান মাসিক PPI রিপোর্ট পাবলিশড হবে।
রাত ০৯ঃ০০ মিনিটে ECB President Lagarde বক্তব্য দিবেন।
এবং সারাদিন ব্যাপী ইউরোগ্রুপের ইকোনোমিক্যাল এবং ফিন্যান্স কমিটির মিটিং অনুষ্ঠিত হবে।
৩. আগামী ৬ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মানির মাসিক Factory Oders রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০৩ঃ০০০ মিনিটে ইউরোগ্রুপের মাসিক Retail Sales রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ৭ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মানির মাসিক Industrial Production রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ১২ঃ৪৫ মিনিটে ফ্রান্সের Trade Balance রিপোর্ট পাবলিশড হবে।
দুপুর ০২ঃ০০ মিনিটে ইতালিয়ান মাসিক Retail Sales রিপোর্ট পাবলিশড হবে।
বিকাল ০৫ঃ৩০ মিনিটে ECB Monetary Policy Meeting Accountsঅনুষ্টিত হবে।
এছাড়াও সারাদিন ব্যাপী স্পেন এবং ফ্রান্সের ১০-বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্টিত হবে।
[ATTACH]15564[/ATTACH]
গ্রেট ব্রিটেন পাউন্ড (GBP):
চলতি সপ্তাহে পাউন্ডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ন ইকোনোমিক্যাল কোনো নিউজ পাবলিশড হবে না।
১. আগামী ৫ই অক্টোবর দুপুর ০২ঃ৩০ মিনিটে Final Services PMI রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৬ই অক্টোবর দুপুর ০২ঃ৩০ মিনিটে Construction PMI রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৭ই অক্টোবর দুপুর ০২ঃ৩০ মিনিটে মাসিক Halifax HPI রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ৮ই অক্টোবর দুপুর ০৩ঃ৩০ মিনিটে FPC (Financial Policy Committee) Meeting Minutes এবং FPC Statement পাবলিশড হবে।
বিকাল ০৫ঃ০০ মিনিটে ব্যাংক অফ ইংল্যান্ডের প্রান্তিক বুলেটিন পাবলিশড হবে।
------------------------------------
অস্ট্রেলিয়ান ডলার (AUD):
১. আগামী ৪ঠা অক্টোবর সকাল ০৬ঃ০০ মিনিটে মাসিক MI Inflation Gauge রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৫ই অক্টোবর সকাল ০৯ঃ৩০ মিনিটে RBA Rate Statement এবং Cash Rate পাবলিশড হবে।
এছাড়াও এদিন ভোর রাত ০৩ঃ৩০ মিনিটে AIG Construction Index এবং
সকাল ০৬ঃ৩০ মিনিটে মাসিক ANZ Job Advertisemtns , মাসিক Retail Sales এবং Trade Balance রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ৭ই অক্টোবর AIG (Australian Industry Group) Service Index রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ৮ই অক্টোবর সকাল ০৬ঃ৩০ মিনিটে RBA Financial Stability Review রিপোর্ট পাবলিশড হবে।
------------------------------------
নিউজিল্যান্ড ডলার (NZD):
১. আগামী ৬ই অক্টোবর সকাল ০৭ঃ০০ মিনিটে Official Cash Rate এবং RBNZ Rate Statement রিপোর্ট পাবলিশড হবে।
------------------------------------
কানাডিয়ান ডলার (CAD):
১. আগামী ৪ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Building Permits রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৫ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে Trade Balance রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ৭ই অক্টোবর রাত ০৮ঃ০০ মিনিটে Ivey PMI রিপোর্ট পাবলিশড হবে।
এবং রাত ১০ঃ০০ মিনিটে BOC Gov Macklem বক্তব্য দিবেন।
৪. আগামী ৮ই অক্টোবর সন্দ্যা ০৬ঃ৩০ মিনিটে অন্যতম গুরুত্বপূর্ন লেবার মার্কেট (Employment Change এবং Unemployment Rate) নিউজ পাবলিশড হবে।
------------------------------------
জাপানী ইয়েন (JPY):
১. আগামী ৪ই অক্টোবর ভোর ০৫ঃ৫০ মিনিটে বাৎসরিক Monetary Base রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৫ই অক্টোবর ভোর ০৫ঃ৩০ মিনিটে বাৎসরিক Tokyo Core CPI রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও সকাল ০৯ঃ৩৫ মিনিটে ১০-বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্টিত হবে এবং BOJ Gov Kuroda বক্তব্য দিবেন।
৩. আগামী ৮ই অক্টোবর ভোর ০৫ঃ৩০ মিনিটে বাৎসরিক Cash Earnings এবং Household Spending রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও ভোর ০৫ঃ৫০ মিনিটে Current Account এবং সকাল ১১ঃ০০ মিনিটে Economy Watchers Sentiment রিপোর্ট পাবলিশড হবে
------------------------------------
সুইচ ফ্রাঙ্ক (CHF):
১. আগামী ৪অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিনিটে মাসিক CPI এবং বাৎসরিক Retail Sales রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ৭ই অক্টোবর সকাল ১১ঃ১৫ মিনিটে Unemployment Rate এবং দুপুর ০১ঃ০০ মিনিটে Foreign Currence Reserves রিপোর্ট পাবলিশড হবে।
------------------------------------
চাইনিজ ইউয়ান (CNY) :
১. আগামী ৫,৬ এবং ৭ অক্টোবর চাইনিজ ব্যাংক হলিডে।
২. আগামী ৮ই অক্টোবর সকাল ০৭ঃ৪৫ মিনিটে Caixin Serivices PMI রিপোর্ট পাবলিশড হবে ।