আসছে সপ্তাহে IMF Meetings এর মত গুরুত্বপূর্ন নিউজের পাশাপাশি মেজর কারেন্সিগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল নিউজ রিপোর্ট পাবলিশড হবে। আসুন দেখে আসি এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ ইকোনোমিক্যাল ইভেন্ট আছে।
এখানে উল্লেখ্য যে, প্রতিটি নিউজের জন্য বাংলাদেশ সময় উল্লেখ করা হয়েছে।
আমেরিকান ডলার (USD):
[ATTACH]15617[/ATTACH]
১. আগামী ১১ই অক্টোবর সারাদিন আমেরিকান ব্যাংক হলিডে।
২. আগামী ১২ই অক্টোবর রাত ০৮ঃ০০ মিনিটে JOLTS Job Openings রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন রাত ০৯ঃ১৫ মিনিটে এফওএমসি মেম্বার ক্লারিডা বক্তব্য দিবেন।
এবং রাত ১১ঃ০১ মিনিটে ১০ বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে।
৩. আগামী ১৩ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে অন্যতম গুরুত্বপূর্ন মাসিক CPI এবং Core CPI রিপোর্ট পাবলিশড হবে।
ঐদিন রাত ১১ঃ০১ মিনিটে ৩০ বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে।
এদিন শেষে রাত ১২ঃ০০ মিনিটে FOMC Meeting Minutes এর মত গুরুত্বপূর্ন রিপোর্ট পাবলিশড হবে।
এবং এদিন শেষে রাত ০২ঃ৩০ মিনিটে এমওএমসি মেম্বার ব্রেইনার্ড বক্তব্য দিবেন।
৪. আগামী ১৪ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক PPI , Core PPI এবং Unemployment Claim রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন রাত ০৯ঃ০০ মিনিটে Crude Oil Inventories রিপোর্ট পাবলিশড হবে।
এবং সকাল ০৬ঃঃ০০ এফওএমসি মেম্বার বোওম্যান এবং রাত ১১ঃ০০ মিনিটে এমওএমসি মেম্বার বার্কিন বক্তব্য দিবেন।
৫. আগামী ১৫ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Core Retail Sales , Retail Sales এবং Empire State manufacturing Index রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন রাত ০৮ঃ০০ মিনিটে Prelim UoM Consumer Sentiment রিপোর্ট পাবলিশড হবে।
এবং রাত ১০ঃ২০ মিনিটে এফওএমসি মেম্বার উইলিয়ামস বক্তব্য দিবেন।
এবং এ দিনটি IMF Meetings এর প্রথম দিন।
ইউরো (EUR) :
[ATTACH]15618[/ATTACH]
১. আগামী ১১ই অক্টোবর দুপুর ০২ঃ০০ মিনিটে ইতালিয়ান মাসিক Industrial Production রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১২ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মান মাসিক WPI রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন দুপুর ০৩ঃ০০ মিনিটে জার্মান এবং ইউরোজোনের ZEW Economic Sentiment রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ১৩ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে জার্মান মাসিক Final CPI রিপোর্ট পাবলিশড হবে।
এদিন দুপুর ০৩ঃ০০ মিনিটে ইউরোজোনের মাসিক Industiral Production রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও সারাদিনব্যাপী জার্মান ৩০-বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে।
৪. আগামী ১৫ই অক্টোবর দুপুর ১২ঃ৪৫ মিনিটে ফ্রান্সের মাসিক Final CPI রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও দুপুর ০৩ঃ০০ মিনিটে ইতালিয়ান এবং ইউরোজোনের Trade Balance রিপোর্ট পাবলিশড হবে।
এবং এ দিনটি IMF Meetings এর প্রথম দিন।
গ্রেট ব্রিটেন পাউন্ড (GBP):
[ATTACH=CONFIG]15619[/ATTACH]
চলতি সপ্তাহে পাউন্ডের জন্য খুব বেশি গুরুত্বপূর্ন ইকোনোমিক্যাল কোনো নিউজ পাবলিশড হবে না।
১. আগামী ১১ই অক্টোবর সারাদিনব্যাপী NIESR (National Institute of Economic and Social Research) GDP Estimate রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১২ই অক্টোবর ভোর ০৫ঃ০১ মিনিটে বাৎসরিক BRC Retail Sales Monitor রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও দুপুর ১২ঃ০০ মিনিটে প্রান্তিক Average Earnings Index, Climate Count Change এবং Enemployment Rate রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ১৩ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে Construction Output, GDP, Goods Trade Balance , Index of Services, Industrial Production এবং Manufacturing Production রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন রাত ০৮ঃ৩০ মিনিটে মনিটারি পলিসি কমিটির মেম্বার কানলিফে বক্তব্য দিবেন।
৪. আগামী ১৪ই অক্টোবর ভোর ০৫ঃ০১ মিনিটে RICS House Price Balance রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও দুপুর ০২ঃ৩০ মিনিটে BOE Credit Condition Survey এবং সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিটে CB Leading Index রিপোর্ট পাবলিশড হবে।
এবং দুপুর ০৪ঃ১০ মিনিটে নিটারি পলিসি কমিটির মেম্বার টেনরেইরো এবং রাত ০৮ঃ৪০ মিনিটে নিটারি পলিসি কমিটির মেম্বার ম্যান বক্তব্য দিবেন।
এছাড়াও এ দিনটি IMF Meetings এর প্রথম দিন।
অস্ট্রেলিয়ান ডলার (AUD):
--------------------------------------
১. আগামী ১২ই অক্টোবর সকাল ০৬ঃ৩০ মিনিটে NAB Business Confidence রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১৩ই অক্টোবর ভোর ০৫ঃ৩০ মিনিটে Westpac Consumer Sentiment রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ১৪ই অক্টোবর সকাল ০৬ঃ৩০ মিনিটে অন্যতম গুরুত্বপূর্ন নিউজ Employment Change এবং Unemployment Rate রিপোর্ট পাবলিশড হবে।
সকাল ০৬ঃ০০ মিনিটে MI Inflation Expectations রিপোর্ট পাবলিশড হবে।
ভোর ০৪ঃ০০ মিনিটে রিজার্জ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার ডেপুটি গভর্নর দেবেল্লে বক্তব্য দিবেন।
এছাড়াও এদিন রিজার্জ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার বার্ষিক রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ১৫ই অক্টোবর IMF Meetings এর প্রথম দিন।
নিউজিল্যান্ড ডলার (NZD):
-------------------------------------
১. আগামী ১২ই অক্টোবর দিনশেষে রাত ০৩ঃ৪৫ মিনিটে মাসিক FPI রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১৩ ই অক্টোবর সকাল ০৬ঃ০০ মিনিটে Prelim ANZ Business Confidence রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ১৪ই অক্টোবর দিনশেষে রাত ০৩ঃ৩০ মিনিটে Business NZ Manufacturing Index রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ১৫ই অক্টোবর IMF Meetings এর প্রথম দিন।
কানাডিয়ান ডলার (CAD):
-------------------------------------
১. আগামী ১১ই অক্টোবর সারাদিনব্যাপী কানাডিয়ান ব্যাংক হলিডে।
২. আগামী ১৪ই অক্টোবর সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Manufacturing Sales রিপোর্ট পাবলিশড হবে।
৩. আগামী ১৫ ই অক্টোবর সন্দ্যা ০৬ঃ৩০ মিনিটে মাসিক Wholesale Sales রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন IMF Meetings এর প্রথম দিন।
জাপানী ইয়েন (JPY):
------------------------------
১. আগামী ১১ই অক্টোবর দুপুর ১২ঃ০০ মিনিটে বাৎসরিক Prelim Machine Tools Order রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১২ই অক্টোবর ভোর ০৫ঃ৫০ মিনিটে বাৎসরিক Bank Lending , বাৎসরিক PPI রিপোর্ট পাবলিশড হবে।
এবং সকাল ০৯ঃ৩৫ মিনিটে ৩০-বছর মেয়াদী বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে।
৩. আগামী ১৩ই অক্টোবর ভোর ০৫ঃ৫০ মিনিটে মাসিক Core machinery Orders এবং বাৎসরিক M2 Money Stock রিপোর্ট পাবলিশড হবে।
৪. আগামী ১৪ই অক্টোবর সকাল ১০ঃ৩০ মিনিটে মাসিক Revised Industrial Production রিপোর্ট পাবলিশড হবে।
৫. আগামী ১৫ই অক্টোবর সকাল ১০ঃ৩০ মিনিটে মাসিক Tertiary Industry Activity রিপোর্ট পাবলিশড হবে।
এছাড়াও এদিন IMF Meetings এর প্রথম দিন।
সুইচ ফ্রাঙ্ক (CHF):
-------------------------
১. আগামী ১৪ই অক্টোবর দুপুর ১২ঃ৩০ মিনিটে মাসিক PPI রিপোর্ট পাবলিশড হবে।
২. আগামী ১৫ই অক্টোবর IMF Meetings এর প্রথম দিন।
চাইনিজ ইউয়ান (CNY) :
-----------------------------------
১. আগামী ১১-১৫ই অক্টোবর বাৎসরিক M2 Money Supply এবং New Loans অনুমোদনের রিপোর্ট পাবলিশড হবে ।
২. আগামী ১২-১৩ই অক্টোবর Trade balance এবং USD-Denominated Trade Balance রিপোর্ট পাবলিশড হবে ।
৩. আগামী ১৪ই অক্টোবর সকাল ০৭ঃ৩০ মিনিটে বাৎসরিক CPI এবং PPI রিপোর্ট পাবলিশড হবে ।
এছাড়াও ১৫ই অক্টোবর থেকে International Monetary Fund এর মিটিং শুরু হবে। যা সকল কারেন্সির জন্যেই গুরুত্বপূর্ণ।